হে ভারত মাতা,৭৫ বছর পেরিয়েছ
তুমি পরাধীনতার গ্লানি থেকে,
তবু কেন স্বাধীনতা পায়নি তোমার সন্তান?
বন্দী হয়ে আছ আজও এক দল মুখোশধারী দেশপ্রেমীদের কাছে।
কেড়ে নিয়েছ সাধারণ মানুষের বাক স্বাধীনতা।
স্বাধীনতা
তুমি কি শুধুই একটি শব্দ নাকি একটি নাম?
নাকি পরাধীনতার হাত কড়া পরানোর এক অলংকার?
পরাধীনতার হাতকড়া পরিয়ে রেখেছ আজও তোমার সন্তানেরে।
আমি অগ্নিঝরা দিন রাত্রির ৪৭ দেখিনি,
আমি শুনেছি রূপকথার আড়ালে স্বাধীনতার গান, শহীদদের বলিদান।
নেতাজি-ক্ষুদিরামের আত্মত্যাগ গান্ধীজীর অহিংসার বাণী।
আমি দেখিনি তরুণ তাজা যুবকের রক্ত,
আমি শুনিনি মৃতের মাতার আর্তনাদ।
শুনেছি নেতাজির স্লোগান "তোমরা আমাকে রক্ত দাও,আমি তোমাদেরকে স্বাধীনতা দেবো।"
মৃত্যুর ভয় থেকে পিছুপা হয়নি পরাধীনতার গ্লানি থেকে মুক্ত হতে।
তবু আজও তুমি....
হার মানতে শেখালে আজ প্রতিটি ভারতবাসীকে রাজনৈতিক নেতাদের কাছে।