বসন্ত এসে গেছে বুঝি?--
ক-বে বসন্ত এসে চলে গেছে,
এখন তপ্ত গ্রীষ্ম।
গ্রীষ্মের তপ্ত কাঠফাটা রোদে,
শীতল হয় কি শীতের কুয়াশায়?
তবুও--
বিছন ছড়াতে চায়
কার্তিকের ঘন কুয়াশায়,
পোড়া জমি ফেটে ওঠে
শীতের প্রখর রোদে।
হাল ভেঙ্গে নাবিক,
ঘুরে বেড়ায়--
গ্রীষ্মের অস্তিত্বহীন কুয়াশায়।
কাঠফাটা রোদে,
মন ভিজে কি ভোরের শিশিরে।