লিখে যাব এক ঝাঁক দহন কথা।
অপরাহ্ণে দগ্ধ আমন্ত্রিত করেছিলে,
গোধূলির স্পর্শে
শয্যায় তন্দ্রাহীন বসন্তের চোখে
ভাবি মনে মনে,
রজনীগন্ধার বৃষ্টি নামবে
তোমার অঙ্গে। চলো সাতালিতে।
উনিশ মানেনা বাধা-ধরা ।
লিখে রাখো দুটি কথা
কামুক নারীর ব্যাথা।
গোধূলির স্পর্শে' বহ্নি শিখা
এখনো জ্বলন্ত, ক্রমশ বাড়ছে।
ছুটেছে তুফান নিভেছে আগুন,
নিভেনি উত্তপ্ত আঙরা।
রমণীর আকাঙ্ক্ষা ভেসে বেড়ায়
নিভৃতে আজও অন্তঃশীলা।