ধর্ষিতা
------------------------------

সংবাদপত্রের একটি ছবি দেখে, অনামিকার শখ  ছিল ছোট বেলা থেকেই।
টিভির পর্দায়, কিংবা সংবাদপত্রে, ছবি সহ তার নাম থাকবে বড় বড় হরফে।
সে ক্রমশই প্রতিবেশী,পরিবারের কাছে বলতো,
"এক দিন আমিও দেশবাসীকে চমকে দিয়ে সংবাদপত্র টিভির পর্দা"---

স্কুল ছুটির পর অনামিকা আজ বাড়ি ফিরেনি। তার ছবি ছড়িয়ে পড়েছে,কেবল সংবাদপত্র টিভির পর্দা নয়, হোয়াটসঅ্যাপ,টুইটার,ফেসবুকেও।
আর ছবির নিচে বড় বড় হরফে লিখা
       "মেয়েটির নাম অনামিকা,'নিখোঁজ'।"...

আজ আর দেশবাসীকে চমকে দেয়নি অনামিকা, চমকে দিয়েছে বিশ্ববাসীকেও!
ছড়িয়ে পড়েছে বিশ্বের দরবারে অনামিকার ছবি সহ বড় বড় হরফে লেখা না।..

খুঁজে পাওয়া গেল চৌরাস্তার মোড়ে একটা আহত লাশ।
শরীর রক্তে আপ্লুত,মুখে কামড়ের দাগ,চুলগুলো বেহাল। স্কুলের জামাটাও আংশিক ছেঁড়া।

মিনির বয়সী অনামিকা একগাল হাসে, আমায় আজ টিভিতে দেখাবে! সবাই দেখবে,কি মজা।
রক্তে রাঙানো মেয়েটির হাসি মুখটা দেখতে বেশ খারাপ লাগেনি দর্শকদের।
সমাজ,আত্মীয়-পরিজন বরং মেনে নিতে পারছেনা,
এই কি সমাজ?
     নবজাতক বালিকা সেও আজ 'ধর্ষিতা'।