কোন কিছুই জানিনা,সবকিছু আজও অজানা...
স্মৃতির ক্যানভাসে ব্যর্থ জীবনের কাহিনী রচে
পুরনো ইতিহাস ভুলে।
ব্যর্থ জীবনের পিছুটান,
প্রেমিকাকে দেওয়া অঙ্গীকার ধুলিস্যাৎ।
জ্বলন্ত সিগারেটের ধোঁয়ায় সবকিছু আবছায়া,
সিগারেটের শেষ টানে আবারও প্রতিশ্রুতি দেওয়া।...
মাথার উপর মেঘাচ্ছন্ন আকাশ,
সামনে সিগারেটের ধোঁয়া,
এক বিশ্বাসঘাতক প্রেমিকের কাহিনী,
প্রতিশ্রুতি ভেঙে হৃদয়ে বিষন্নতার ছোঁয়া।
বিষাক্ত নিকোটিন জমা হয় হৃদয় অলিন্দে
ব্যর্থ ভালোবাসার সংসার।
তোমার সিঁদুর মুছবে হয়তো
আমার ফুসফুসের ক্যান্সার।
ব্যর্থ প্রেমের কাহিনীকে কি লিখে রাখা যায়,
নাকি শুধুই পাগলের প্রলাপ।
যদি তাই হয় তবে আমি পাগল নাকি
প্রেমিকের ছদ্মবেশে এক বিশ্বাসঘাতক প্রাণ।