অমর একুশে ফেব্রুয়ারি
"মোদের গরব
মোদের আশা
আ-মরি
বাংলা ভাষা"
বসন্তের আগমন বেশ সুখকর নয়,
মনে পড়ে রক্ত ঝরা পুরনো সেই ইতিহাস।...
ফাগুন মানেই রক্তের বর্ণমালার খেলা।
নিজের জীবন বাজি রেখে,এনে দিলে বাংলা বর্ণমালা।
নির্জনতায় আজও শুনি,
রফিক,সালাম,বরকত,হাজারও বীর সন্তানের আর্তনাদ।
প্রাণে বাজে মোর,সেই করুণ সুর;
বুকের তাজা রক্তে যারা গড়ে ছিল বাংলার ইতিহাস।
বিলিয়ে আপন প্রাণ।
হারিয়ে যেত প্রিয়ার সেই কথা 'ভালোবাসি তোমায়', মধুর চেয়ে মিষ্টি মা'র 'খোকন' ডাক।
যদি এই ভাষা না থাকত,কে মাকে মধুর সুরে
মা-মা বলে ডাকত।...
আজ একুশে ফেব্রুয়ারী
ইতিহাসের বুকে ঝরেছিল মোর ভাইদের বহু তাজা রক্ত,
স্রোতে ভেসে ছিল মায়ের ভাষা,বাংলা বর্ণমালা।
আমরা ভুলিনি তোমাদের,
ভুলিনি তোমাদের রক্তের স্রোতধারা
বীর শহীদদের জানাই লক্ষ সালাম,--গভীর শ্রদ্ধা।
অশ্রুসাগর বিচলিত মন আবারও গেয়ে ওঠে,
"আমার ভাইয়ের রক্তে রাঙানো একুশে ফেব্রুয়ারি আমি কি ভুলিতে পারি।"