কবিতা মাঝে মাঝে হারিয়ে যায়
আবার কখনো এসে দেখা দেয়।

কবিতা আমায় খুব ভালোবাসে
বিষাদেই আমার সাথী হয়।....

শব্দেরা মাঝে মাঝে হারিয়ে গেলেও
কবিতা খুঁজে নিয়ে আসে।

কবিতা আমার আনন্দে কোনদিন ভাগ চায়নি,
পরিচয় থেকেই আমার দুঃখের সাথী হয়ে এসেছে।

কবিতা আমায় অনেকটা ভালবাসে,
অসুস্হ মানুষ তোমার স্পর্শে সুস্থ হয়ে ওঠে...

শুধু এইটুকু বলি,
ভালোবাসায় যেন ভালোবাসার মানুষের ক্ষতি না হয়,
ভালোবাসার মানুষকে অন্তত একটু ভালো থাকতে দিও...

                                  (রচনাকাল ১৯ মার্চ ২০২৩)