অবিরত সিঁড়ি বেয়ে চলা,বিজ্ঞ ব্যক্তি ভাবা--
ভালোবেসে আপন হতে কষ্টের প্রশ্ন ছুড়া,
এভাবেই ছিল প্রথম পরিচয়ের স্মৃতি।
বড় কথা বড় ভাব অবিরত ভাবায়,
একদম খাঁটি কথা।
ভাঙা কাঁচের টুকরাটাও,ভুলবশত হীরা ভাবায়।
কফি হাউসে হাসির ছলে কুৎসিত আচরণ-
এই প্রথম মুখোশটা বেরিয়ে গেল।
প্রতিটা মুহূর্ত ভাবায়,অমানুষ চেনা বড় দায়।...
সব কথা কি আর মনে রয়,
তবুও কিছু কথা না বললেই নয়।
অর্থের বাহাদুরী আর পোশাকের লালিত্যে
ভুলগুলো চাপা পড়ে যায় উচ্চকণ্ঠে।
যারা কালসাপের চেয়েও ভয়ংকর।
প্রশংসার ভাষা মানায় না তাদের মুখে,
এক পা নৌকায় এক পা তীরে
তারাই সমাজের বুদ্ধিজীবী,সুপ্রতিষ্ঠিত ব্যক্তিবর্গ।