জন্ম থেকেই হয়েছিল পথ চলা শুরু,পৃথিবীর পথে।
আলো-অন্ধকার সব কিছুকে তুচ্ছ করে,
বারবার মাথা তুলে উঠতে চায় সেই পথিক,
নির্ঝরের মতো ঘটে চলেছে জীবনের কাহিনী।
পথিক হয়ে যায় দিশেহারা।
শৈশব,বাল্য, পেরিয়ে হয়ে উঠে যুবক।
দিবা-রাত্রি দেখছে অলীক কল্পনা।
পৃথিবী হয়ে যায় মরুভূমি,যুবক সেই মরু পথিক, সামনের দিকে এগিয়ে যেতেই হয়ে যায় দিকভ্রান্ত।
   গ্রাস করে নেয় মিথ্যা ছলনায়,
প্রেম-ভালোবাসা হয়ে যায় মরীচিকা,
পথিককে করে নেয় তৃষ্ণার্ত।
চোখের সামনে ভেসে উঠে ভয়---
মরুভূমির প্রান্তর আর পাহাড়,মাঝে মাঝে গ্রানাইটের স্তুপ।
কী ভীষণ কষ্টের সে পথ চলা--
দিনের পর দিন কাটছে।
মাস গেল,কি সপ্তাহ গেল,কি বছর গেল,হিসেব নেই।কোথায় জীবনের অন্তিম,তার কিছু ঠিক নেই--
শুধু সামনের দিকে যেতে হবে সে-ই জানে,
সামনের দিকেই মৃত্যু--মুক্তির খোলা ময়দান।




(বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের "চাঁদের পাহাড়" উপন্যাস অবলম্বনে লিখিত আমার এই ক্ষুদ্র প্রয়াস।)