অজানা গন্তব্যে পা বাড়িয়েছি সামনে খোলা দিগন্ত,
পিছনে রক্তের বন্ধন বিদায় দিয়েছি ফেরাতে পরিবারে বসন্ত।
চোখ ছলছল পুরোটা পথ হাত দিয়ে মুছে একটুখানি,
সান্ত্বনার বুলি শুনতে শুনতে পাষাণ হয়ে প্রবাসগামী।
সুদূর প্রবাস ডাকছে আমায় যাচ্ছি চলে তা্ই,
প্রবাসের ঠিকানায় বেশ করেই আজ আমি পা বাড়াই।
পেছনের স্মৃতি আবেগ অনুরাগ যদিও দিচ্ছে ধাক্কা,
বিমানের গতিতে সমস্ত কিছু ভুলেছি এখন পাক্কা।
নতুন জীবন শুরু আমার, ঘুরছি পথে পথে,
নতুন কর্ম খুঁজতে খুঁজতে পেরেশান দিবা রাতে।
এই পথে এসে বুঝতে শিখেছি প্রবাসের আসল পরিচয়,
প্রবাস মানে স্বীয় সুখ ত্যাগ আরাম বিলাসিতা নয়।
প্রবাস মানে শুধু টাকা নয়, স্মৃতির কোলাহল,
প্রবাস মানে উল্লাস নয়, কষ্টে চোখে জল।
ভাঙা বুকে আশা নিয়ে যাই কর্মস্থলে,
মাথার ঘাম পায়ে ফেলে মেহনতি নিজ বলে।
প্রবাসে এসে পরিচিত হই নানা অপরিচিতের সাথে,
প্রবাসের কোলে সুখে দুঃখে আমরা একে অপরের পাশে।
প্রবাস মানে নতুন সুরে নিত্য নতুন গান,
প্রবাসেই আমরা বুঝতে পারি দেশের প্রতি টান।
প্রবাস মানে শত কষ্টে নিজের ঠোঁটভর্তি হাসি,
প্রবাসে থেকেই বুঝতে পারি দেশকে কতটা ভালোবাসি।
প্রিয়জনদের মোবাইল কলে কাটে একটু একটু প্রবাস ঘোর,
পরিবারে হাসি ফোটানোর চেষ্টাতে কাটে আমাদের রাতভোর।
প্রিয় মানুষগুলো খুশি থাকলে আমরাও হই সুখী,
একই সময় দেশের অর্থনীতিতে আমরা অবদানও রাখি।
শত কষ্টে অর্জিত টাকা আমাদের সচল করে দেশের মূল,
দেশের উন্নয়নে আমরা সৌরভ ছড়াই হয়ে প্রবাস ফুল।
দেশপ্রেমিক জনতা হয়েই আমরা দেশকে আপন জানি
দেশের মানুষ সুখে রাখতে আমাদের যত কোরবানি।
কিন্তু আমাদের এই ত্যাগের আছে কি কোন দাম?
যদি দামই থাকে তাহলে কামলা ডাক কেনো শুনলাম?
হাজারো ব্যথা নিয়ে যখন শুনি এমন কথা,
মনকোণে দাগ লেগে যায় ভিজে চোখের পাতা।
আমরা তো ভাই কাজ করে খাই, পরিশ্রমই আমাদের যোগ্যতা
হালাল পথেই জীবন চালাচ্ছি, দুর্নীতির সাথে নেই সখ্যতা।
তুমি ভাই মহান চাকরিজীবী মহৎ কর্মে তুমি থাকো চুপ
নিজেকে একটু প্রশ্ন করলেই পাবে নিজের আসল চেহারা রূপ।