হঠাৎ করে আচমকা মাঝ রাতে ঘুম ভেঙে গেলে
একাকী নিরলায় তোমাকে ভাবি, মিস করি
জানো কী তুমি ? মনের গহীনে রয়েছে লুকিয়ে, কতটা বেদনা ?
কেন তুমি চলে গেলে দূরে,
ভাসিয়ে দিয়ে আমাকে কান্নার সাগরে।
আমাকে তুমি কী একটুও মিস করো না ?
অবাক হই তোমার আচরণে, বলেছিলে
যাবে না দূরে, থাকবে পাশে সর্বদা।
কথাটি তো আমি বিশ্বাস করেছিলাম, কিন্তু
কোথায় তুমি এখন, কোথায় তোমার ওয়াদা ?
কেন চলে গেলে? তুমি তো জানোই,
আমি তোমাকে ভালোবাসি।
আমিও জানি, তুমিও এর ব্যতিক্রম নয়
তাহলে কেন আজ দুজনের এত রেষারেষি ।
তুমিই আমাকে বলেছিলে,
আমার জীবন ঘিরে থাকবে, সর্বক্ষেত্রে
তবে এখন কেন দূর পারাপারে ?
আমাকে একাকী পর করে ?
আমাদের মধ্যে হয়েছিলো, অল্পস্বল্প ঝগড়া,
কথা কাটাকাটি, হালকা, এই যা … টুকিটাকি
তাই বলে তুমি এমন করবে ? দূরে চলে যাবে !
আমাকে করে নিঃসঙ্গ , একলা একাকী ।
তুমি তো জানো, আমি আর তুমি
দুয়ের ভিতর এক, ছিলাম না ভিন্ন কিছু
সবই ভুলে গেলে, নতুনের ছোঁয়া পেয়ে
আর আমি, একাকী মরণের নিয়েছি পিছু।
তোমার শূন্যতা আজো তাড়িয়ে বেড়ায় আমাকে
তোমাকে মিস করি এখনো, সাংঘাতিক ভাবে ।
তোমাকে ভুলতে পারছিনা আমি কোনভাবে ।
প্রশ্ন জাগে, দূরত্ব কী আমাদের শুধুই বাড়বে?
আমাকে কী একটুও মিস করোনা? জবাব দেবে ?