সামনেই তাকিয়ে আছি, দু-নয়ন বরাবর
সহস্র মানুষ ছুটছে, নেয়নি কেউ আমার খবর
ঈদ কিছুদিন পর, সবার মনে জোয়ার খুশির
নিজ গৃহে যেতেই তাদের এখানে ভিড় ।
দৃশ্যটি এখন আমার চিরচেনা,
অনেকেই বাড়ি ফেরে, শুধু হয়না আমার ফেরা।
বসে বসে অনেক ভেবেছি
একা একা নিভৃতে কেঁদেছি।
আমি আজ মা-বাবা ছাড়া ।
কখনো তাদের দেখিনি, কোথায় তাঁরা ?
রেলস্টেশনের পাশেই জীবন হচ্ছে পার
কখনো বুঝতে পারিনি ভুবন বাস্তবতার ।
চেয়ে চেয়ে আশপাশ দেখি,
কল্পনায় তাদের সুখ আঁকি।
আর ভাবি, আমার দুঃখ যেতে কত দেরি ?
বয়স বেশি হয়নি আমার, কতই আর হবে ,
এইতো এগারো অথবা বারো,
এই বয়সে সয়েছি ব্যথা হাজারো।
পোশাকটি দেখতে আমার খুবই কুৎসিত
কখনো ছেঁড়া, আবার কভু পরিপূর্ণ খুব ময়লায়
চেহারার হাল আরো বাজে, শরীর এর রঙ কালো
তাই থাকা আমার সর্বদা অবহেলায় ।
আমার ও যেতে ইচ্ছে করে, গ্রামে
গাছের ছায়া ঘেরা আঙিনায়
সবার মত মজা করতে, আর
সিক্ত হতে পরিবারের ভালবাসায়।
কিন্তু কে আমি ? কিই আমার পরিচয় ?
জানিনা তো …
তবে বুঝতে শিখেছি, এই সমাজে আমি
বড্ড অবহেলিত।
আমার দিন যায়, রাত যায় খুঁজতে খুঁজতে
বোতল, হাড়গোড়, বা পরিত্যক্ত কোন জামা
একজন অসহায় অবলা টোকাই আমি।
দুঃখ কষ্টে ভরপুর জীবন, নয়তো আরাম আয়েশে রমরমা ।