বর্তমান আমার জন্য এমন এক পরিস্থিতি,
বদলাতে চাই আমি, কিন্তু পাইনা কোন স্থিতি।
মায়াজালে বন্দী এখনো পাচ্ছি না কোন সমাধান,
দিনে দিনে এগিয়ে আসছে আমার জন্য নীরব অন্তর্ধান ।
সকলে চায় আমি হই পরিপূর্ণ সজ্জিত
ভবিষ্যতের জন্য, যেটি অবস্থান করছে আমার নিকট,
কিন্তু বাস্তবতা এটাই, আমি খুবই ভীত,
কারণ আমার নিজের মধ্যে কাটেনি কোন জট।
যখন, নিজের মাথাকে রাখি বালিশের উপর,
দুশ্চিন্তাগুলো আমাকে ধরে আঁকড়ে,
রঙবেরঙের কতো প্রশ্ন ঘূর্নিপাক খায় এই মস্তিষ্কে,
ভবিষ্যৎ যাবে কিভাবে আমার, কিছুদিন পরে!
স্বপ্নগুলো কি কখনো সত্যি হবে?
পাবো কি এমন ঠিকানা, যা হবে নিজের?
ধরা কি দেবে এমন একজন, যে আমাকে পথ দেখাবে?
নাকি থাকবো শুধুই একা, নিভৃতে নীরবে?
এই সব প্রশ্ন আন্দোলিত করে আমায় প্রতিনিয়ত,
আরো আছে এমন কিছু, যা নয় উল্লেখযোগ্য।
এখন পর্যন্ত আমার হৃদয় আনুরাগীই হয়ে রয়,
জীবনটা যে কবে হবে একটু মহিমাময়!
সুন্দর এই ধরাতে, বেঁচে আছি শুধু কোনক্রমে।
হয়তো একদিন উড়ে যাবো এই হালের কল্যাণে।
কোন কিছুই না পাওয়ার যন্ত্রণা আর আমাকে ভাবাবে না।
“এখনো অনর্থক হয়ে আছিস”, আর কেউ বলতে পারবে না।