যেদিন তোমাকে প্রথম দেখি, এক মুহুর্তের জন্য আমি হারিয়ে গিয়েছিলাম।
কিছু মুহুর্ত পার হওয়ার পর, আমি বুঝতে পারলাম, আমি তোমাকে দেখলাম।
তখনই প্রেমে পড়লাম তোমার চুলের,
ভালোবেসে ফেললাম তোমার নয়নাভিরাম হাসি।
একটু পর তোমার সুমধুর বাচ্য শুনে,
ঠিক করলাম আজই তোমায় বলবো ভালোবাসি।
আমি জানতাম, আমি কাজটি করতে পারবো,
যদি কিছুক্ষণের জন্য তোমার সাথে কথা বলার সুযোগ পাই।
কিন্তু এটি এতো সহজ নয়, যেমনটি করে আমি ভাবছি।
তুমি আমার সাথে কথা বলবে, এমন তো কোন কারণ নাই।
কিন্তু সময়টি দ্রুতই পরিবর্তন হলো।
তুমি সত্যিই আমার মনকে চুরি করলে।
বিশ্বাস তখনো করতে পারছিলাম না নিজেকে,
তুমি কে এমন একজন, যে আমার হৃদয় চুরি করলে?
ধীরে ধীরে আমি সাহস সঞ্চয় করলাম,
তোমার দিকে এগিয়ে গেলাম।
হ্যালো বলে, তোমার দিকে বন্ধুত্বের হাত বাড়িয়ে দিলাম ।
তুমি ধরতে চাওনি, এক কৃত্রিম ইংরেজি ভাষা বলে এডিয়ে গেলে
আমি হাল ছাড়িনি , তারপরও তোমার পিছু নিয়েছিলাম।
প্রথম কয়েকদিন আমাকে সন্দেহের চোখে দেখলে
এরপর তোমার প্রতি আমার অকৃত্রিম টান দেখে, তুমি সায় দিলে
তুমি হাতটি ধরলে, আমরা সেদিন অনেক মজা করলাম।
তুমি আমাকে বন্ধু হিসেবে গ্রহণ করলে, আমি অনেক খুশি হলাম।
কিন্তু দুর্ভাগ্য আমার, এরপর আমাকে আর একটুও এগোতে দাওনি।
আর এটাই আমার সবচেয়ে বড় আশঙ্কা।
তবুও আশা রাখি, হয়তো কখনো তোমার ঘুম ভাঙবে আর বুঝতে পারবে,
তুমি আমার নিকট কী, সেদিনও যদি তোমার পাই কোন সাড়া।
সম্ভবত, কোনদিনই তুমি বুঝবে না।
তাতে কোন সমস্যাও নেই আমার।
তুমি তো আমার হৃদয়ে আছো,
এটা নিয়েই জীবন করবো পার।
যে ‘ভালোবাসি’ শব্দটি প্রথম দিনই বলবো ভেবেছিলাম,
হয়নি বলা সেটি আজ অবধি।
সুযোগ পেলেই তোমাকে বলে ফেলতে চাই,
শুধুমাত্র একটি সুযোগ তোমার থেকে পাই যদি।