চারপাশে শকুনি মামাদের আনাগোনা,
যাদের শিরা-উপশিরায় প্যাঁচ,
কথায় মন্ত্রের ঝাঁঝ।
যারা কলঙ্ক করতেই পছন্দ করে
মনুষ্যত্ব যাদের কাছে নোংরা পানি
শিয়ালের যুক্তি দিয়েই যাদের পথচলা,
তারাই আজ করছে বাজিমাত,
তারাই ঘুরে বেড়ায় হয়ে অভিজাত,
তাদের আবার সাত খুন মাপ।
তবে, আগলে রাখা টিস্যু;
হাতে ক্ষণিক সময়ের বেশি বেমানান,
গর্তে পড়তে হয় তাদের, সময় ফুরালে
ছেঁড়ে মিথ্যা প্যাঁচের বেড়াজাল।