কষ্টে রঞ্জিত আমার সকল ইচ্ছেগুলো তোমার রঙিন সুতোয় বাঁধা,
সময় কি এখনো হয়ে উঠেনি, তার বাঁধন খুলে দিতে
এক নাটাই হাতে আর কত দাঁড়িয়ে থাকবে?
এবার না হয় মুক্ত করে দাও!
ইচ্ছেগুলো সীমানা হারাক, সুতোটা ছিঁড়ে যাক
এটাই এখন তোমার কাছে আমার প্রতি নিমিষের অসম চাওয়া।
আমার প্রতিটি ক্ষত বিক্ষত ইচ্ছেই তো তোমার মূল্যায়নে অবতীর্ণ
নাহয় এই ইচ্ছেটায় আমার ভাগ থাক
আর তোমার কোন চাহিদা না থাকুক।
নাটাই মুক্ত করে আমাকেও মুক্ত করো।
ঘুড়ির সাথে ঘুরতে বড্ড ইচ্ছে হচ্ছে যে আমার।
মেঘের ওপারের অস্থিরতা আমাকে বেশ টানছে।
সূর্য কিরণের ছায়াও তার দিকে ডাকছে।
তুমি আমাকে বলে দাও-
আজ থেকে তুমি স্বাধীন,
তোমার ইচ্ছে হলেই তুমি সীমানা হারাতে পারো।
আমি হারিয়ে যেতে চাই,
তুমি নামক বন্ধন সুতোয় আর আটকে থাকতে চাইনা।
আমাকে হারিয়ে যেতে দাও।
আর জীবন যুদ্ধে হেরে যেতে দাও।