আজ এলো খুশির দিন
মনে আনন্দ রঙিন,
সিরিয়ার আকাশে নাগিন
মুসলিম লাশের মিছিল।
এইতো এলো খুশির দিন
সবার মনে হাসির বীণ,
এইতো এটি রক্তাভ ফিলিস্তিন
বারুদের গন্ধ সীমাহীন।
খুশিতে আজ ভরবে মন
কোলাকুলিতে গা ভাসবে ভীষণ,
কাশ্মীরে অত্যাচার পীড়ন
দাউদাউ জ্বলছে সারাক্ষণ।
এলো মন হারাবার সময়
ঘুরে ঘুরে দোলার প্রত্যয়,
আরাকানে বাজে সুর পরাজয়
রোহিঙ্গারা তিলে তিলে ক্ষয়।
বৃষ্টিতে আজ খুশির প্রবাহ
মন ডালে উড়াইল আবহ,
ইরাক এর বাগান ধ্বংসাবহ
তবুও নিজেদের মাঝেই প্রদাহ।
এলো খুশির জোয়ারের বন্যা
আনন্দে আজ হবে হৃদ কান্না,
স্পেন ইতিহাস শুধুই হিরে পান্না
ফিরে পেতে নেই কোন ধর্না।
এলো খুশির তাহিরা দিবস
আনন্দ উল্লাসে ঢাকবে দোষ,
আফ্রিকান লাখো কোটি মানুষ
খিদার জ্বালায় হচ্ছে বেহুঁশ।
এলো দুয়ারে খুশির ঢল
রাঙা প্রভাতে আনন্দ জল,
মুসলিম জাহান নীরবের ফল
সর্বময় নির্যাতনের কোলাহল।
এলো খুশির ঈদ
নেই চোখে নিদ,
কষ্টেসৃষ্টে এই হৃদ
ধরে শুধু জিদ।
সেইদিন পেতো পূর্ণতা খুশি
বলতাম রাসুল আদর্শ ভালোবাসি,
থাকবেনা একজনও নির্যাতিত দোষী
মরবেনা অনাহারে কোন দুনিয়াবাসী।
সবাইকে ঈদুল ফিতরের শুভেচ্ছা।