এক খণ্ড স্বপ্ন মনে এঁকেছি , প্রচণ্ড প্রশান্তির ছোঁয়ার,
স্বপ্নের দেখা পেতে উদগ্রীব খুবই, এই মুহূর্তে
অপেক্ষা করতে মন চাইছে না আর, ক্ষণগুলো তাই বেশ যাতনার
স্বপ্নের খোঁজে আসমান- জমিন পারাপার করতেও নেই দ্বিধা
যদি প্রয়োজন হয়, ভাবনা আমার ।
বলতে ইচ্ছে করছে,
সকল সুখের কথা, ওই স্বপ্নের কল্যাণে
আকাশটাকে, নিজ মনে দৌলতের আবির্ভাব দৃশ্যমান
সুখের ছোঁয়ায় ফুরফুরে মন আকাশচুম্বী উচ্চতায় ।
আঁকা স্বপ্নে মন, তার স্বপ্নের বাণী শুধু আকাশেই বলতে চায় ।
শুনতে ইচ্ছে করছে,
সুমধুর বাচ্য, ওই স্বপ্নের কল্যাণে
যার শব্দগুলো হবে সম্পূর্ণ অপরিচিত ভাষার,
এমনই অচেনা ভাষা শুনতে চায় মন
যেটি আজ পর্যন্ত কোন কর্ণ ছেদ করেনি ।
দেখতে ইচ্ছে করছে,
গ্রহ-নক্ষত্রের ঘূর্ণন, ওই স্বপ্নেরই কল্যাণে
ভিন গ্রহের বাগান, যাতে ঘুরে বেড়ানো যাবে কোন বাধা ছাড়াই ।
যেখানে কোকিল সুরে সুরে অভিবাদন জানাবে ।
আর গোলাপের পাপড়ি হাওয়ার তালে নেচে গান গাইবে ।
এরকমই স্বপ্ন মনে এঁকেছি,
পূর্ণ হলে পূর্ণতা পেতো, আমার মনের আঁকা স্বপ্নের প্রতিচ্ছবি ।