প্রিয় ! ও প্রিয় !
তুমি কেন বুঝতে চাওনা
তুমি ছাড়া আমি শুন্য।
তোমারই পথ চেয়ে
সময় কাটে যে আমার
একটু ও কি অনুভূতি
হয়না মনে তোমার।
যে পথে হেঁটে যাও
তুমি কিছু আগে
ওই পথে তোমারই সুরভী
পাই আমি অনুরাগে।
এই মনের গহীনে
আছো শুধু যে তুমি
কি করে এই বাস্তবতা
তোমাকে বুঝাই আমি।
তোমার ছবি যে শুধু
দুই চোখে ভাসে
পুরনো সব স্মৃতির কথা
মনে যে আসে।
এখন আমার কি করার
মন শুধু তোমায় চায় পাশে।
প্রিয় ! ও প্রিয় !
কবে এসে করবে তুমি
এই জীবন পরিপূর্ণ ।