অনুভূতিগুলো সম্পূর্ণ হারায় তোমাকে ছাড়া।
নিজের ভেতর শূন্যগর্ভ অনুভব করি খুবই।
আবার আমি তোমার ছেলে হতে চাই
যা বর্তমানের জন্য অতিপ্রাকৃত সত্যই।
আমাদের মধ্যে এখন বিস্তর পার্থক্য এপার ওপার,
গতিপথগুলো সম্পূর্ণই স্বতন্ত্র।
প্রতিরাতে মহান রবের নিকট প্রার্থনা-
শুধু একবারের জন্য আমাদের পথ করো অভিন্ন।
ভয় পাই আমি তবুও, জানি এ আর সম্ভব নয়।
কোন সঠিক পথই নেই, একত্রিত হওয়ার আর।
তথাপি আশায় বুক বেঁধে রাখি, যদি কখনো-
“কেমন আছিস রে তুই ” শুনতে পাই আবার।
যেদিন থেকে বাবা তুমি নেই পাশে,
আচমকা তোমায় ভেবে দম বন্ধ হয়ে আসে।
যতোবারই তোমায় মনে পড়ে,
শূন্য হৃদয় তোমায় পেতে ছটফট করে।
বাবা শুধু একবারের জন্য আসবে কি?
আমি অপ্রস্তুত অবস্থায়, আকস্মিক, খপ করে জড়িয়ে ধরবে কি?
বাবা আমি তোমাকে চাই।
আরেকটিবার তোমার ছেলে হতে চাই।