চোখের সামনে খোলা বই, এলোমেলো ভাবে আছে পড়ে
ইচ্ছে নেই পড়ার, ভাবছি বন্ধ থাকা ভাল না এভাবে
পায়ের তলায় নেই মাটি, তবে রয়েছে কনক্রিট
কলমের কালি আজ করছেনা খাতায় কোন ঝিকঝিক
হেমন্ত-কুয়াশা ঘেরা এই আঙিনায় বড় অভাব আলোর
মলিন এই রাত্তিরে তিমিরটা উপভোগ করা যায় বেশ
এক কানে হেডফোন আর কিছু আবেগ তাড়িত গান
শুনতে শুনতে ঝিমালেও কাটেনা তিমিরের গহীন রেশ ।
কৃষ্ণবর্ণ গগনে বাঁকা চাঁদ, কিছু দূরে রহস্যময় শব্দ
ভেসে এসে কানে কি যেন বলে যায়,
রোলটি পরিচিত অবশ্য, মনের কোনায় ভাবনা যোগায়
হালকা সবুজ চেনা গন্ধ নিয়ে দিগন্তে মিলিয়ে যায়।
শুধু উড়ন্ত জোনাকি, আর তার সাথে বৃক্ষের নিরবতা
এরই সাথে সাজিয়ে তোলা মনের একপেশে বাগান
জোছনা প্লাবিত অন্ধকারে, কোন এক হাসি সূর্যমুখীর মতন
দোলা দেয় মনে, আর বলে এই তিমিরেই মনটাকে রাঙান।