আমার আর কোথাও যাওয়ার নাই
যাবো কোথায় ?
অশান্ত চারপাশ, যেখানে টিকাটাই দায়।
সহ্য হয়না এসব আর, তাইতো মনে মনে বলি,
আমার আর কোথাও যাওয়ার নাই।
মানুষ মেতে উঠে হিংস্রতায়
উগ্রবাদিতা তার চিন্তায়
কূটচাল আঁটে শীতলতায়
ভালোবাসে হিংসায়।

মানুষ আকাশ দেখে, পাতালে যায়
মহাকাশে ঘুরে, খনির সন্ধান চায়
মানুষ সমুদ্রে ডুব দেয়, মহাপ্রাচীর বানায়
পর্বত আরোহণ করে, বাতাসে ডানা উড়ায়
শুধু নিজেকে প্রতিষ্ঠা করতে এতো কিছুর সহায়।

মানুষ এতো কিছু দেখে,
শুধু অন্য মানুষের মুখ দেখেনা
মানুষ এতো কিছু খোঁজে
শুধু অন্য মানুষের রঙ খোঁজেনা
মানুষ এতো কিছু বোঝে
শুধু অন্য মানুষের মন বোঝেনা।
এতো কিছুর ভিড়ে তাই বারবার বলতে ইচ্ছে করে,
আমার আর কোথাও যাওয়ার নাই।
...
...
...
অথচ এতো এতো কাজের মাঝে, সবচেয়ে সহজ কাজ হচ্ছে অন্য একজন মানুষের মন বোঝা।