নিঝুম রাত, ঘুম ভেঙ্গে গেলো হঠাত,
ঘড়িটির দিকে তাকিয়ে,
কপালে চিন্তার ভাঁজ উঠিয়ে,
আবার বৃথা ঘুমানোর চেষ্টা করে,
রাতটি পোহালো এইভাবে কাটিয়ে ।
আযানের সময়, চোখে ঘুম ঘুম ভাব হয়।
ডান কাত হয়ে শুয়ে,
মিছে ক্লান্তিগুলোকে জড়িয়ে,
নামাজের চিন্তা মাথায় না এনে,
পুরো সকালটি ঘুমে গেলো হারিয়ে।
বিছানাটি ছেড়ে, বসা হয় হাঁটু গেড়ে।
চিন্তাগ্রস্থ মস্তকটি নিয়ে,
ক্ষণিক সময় পার করিয়ে,
সারা দিনটি নষ্ট হওয়ার কথা ভেবে,
পায়চারি এর মাত্রা যায় ছাড়িয়ে।
মধ্য দুপুর নিকটে, হাত দেয়া হয় পকেটে।
ব্যাগটি চোখের সামনে নিয়ে,
মনটা আবার হোঁচট পেয়ে ,
আজ উপোষ থাকতে হবে নিয়ে মেনে,
ক্ষুধা থেকে মন যায় সরিয়ে।
গোধূলি বিকেলে, সন্ধ্যা ঘনিয়ে আসছে বলে,
পার্ক থেকে বেরিয়ে গিয়ে,
স্বীয় দুঃখ মনে লুকিয়ে,
প্রত্যাবর্তন করতে হয় নিজ গৃহে,
বিকল্প কোন পথ না পেয়ে।
মধ্যরাতের মুহুর্ত, দেহটি এখন বেশ ক্লান্ত।
সারাদিনের কথা ভাবতে গিয়ে,
ঘুম ভাব দূরে গেলো পেরিয়ে,
আগামী দিনও কি এমন যাবে?
এমন প্রশ্ন বেড়ায় তাড়িয়ে।