হঠাৎ দেখা বিকেলের
অবাক নিরবতায়,
পথ চলা হয়নি কখনও
একসাথে।

আজ কেন হলো?

খুঁজে ফেরা হয়নি তোমাতে
আমাতে,
তবুও এতদিন পর আজ
কেন হলো?

সৃষ্টির এ এক চাঞ্চল্যকর  
পরিবর্তনের সাক্ষী আমি।

আজ কেন হলো?