আমার অস্পষ্টতা কি তোমার দুর্বলতার কারন?
নাকি আমার বলা কথায় তোমার পথ চলা বারন?

আমার সংঘবদ্ধতায় কি তোমাতে কোলাহল?
নাকি আমার ভালোবাসাটায় তোমাকে চলাচল?

আমার শত ভিড়ের মাঝে তোমাকে খুঁজে পাওয়া?
নাকি ক্লান্ত নিস্তব্ধ বিকেলে তোমাকেই খুঁজতে যাওয়া?

আমার কবিতায় কি শুধু তোমাতে অবগাহন?
নাকি তোমার কঠিন কথা ভেঙে দেয় এই মন?

আমার ভালোবাসায় তুমি এক অপ্সরীর তুলনা?
নাকি আমার দুর্বলতার সময়টা তোমার কাছে ছলনা?

অতলস্পর্শী চিন্তা করে তোমকে জাগরন?
নাকি অস্পষ্টতা তোমার আঘাতের কারণ?

আমার সম্পৃক্ততা কি তোমাকে আনন্দ দেয়?
নাকি তোমার বাড়ানো হাত আমাকে ছুঁতে চায়?