যে নিষিদ্ধ শহরে আমার বসবাস,
সেখানে নিস্তব্ধতা পূর্ণ গ্রাস
করে রেখেছে ।
সেখানে আমার বিচরণ আর কিছু মুগ্ধতা
রেখে আসা ছাড়া আর কিছুই
লক্ষ্য করা যায় না।
শুধু একটি বিষয় লক্ষ্য করা যায়,
একটি অপ্সরীর শান্ত ঘুম ।
অপরাহ্নে দিকে তার মুখে
দুর্বল আলোর আলোকচিত্র এসে
আমাকে জাগ্রত হতে বাধ্য করে।
এজন্যই কি আমার মুগ্ধতা রেখে আসা?