হ্যাঁ আমি বাংলাদেশ বলছি-
অবাক হচ্ছ তাই না আমাকে কথা বলতে শুনে?
ঐ নিশাচর দেশদ্রোহীর দল আমাকে বাধ্য করেছে কথা বলতে।
একাত্তরের সেই রক্তে লেখা একগুচ্ছ কবিতা
আজ শুধুই একাত্তরের পান্ডুলিপি।

আজও আমার বুকে রাত্রির করোটিতে বিষাক্ত হায়েনারা উৎসব করে।
গভীর কালো বহমান অন্ধকারে আজও শুনি মধ্যযুগের সংলাপ।
আমি সুখে নেই-
     সুখে নেই আমি-
এখনও আমার রক্ত ভেজা পথে বর্বরের অভিযাত্রা;
নির্বাসিত আমি?
এখনও কেতাব-কঙ্কাল এখানে নিঃশ্বাস নেয়,
উগরে ফেলে বিষাক্ত কার্বন ডাই-অক্সাইড আমার রক্তাক্ত বুকে।
আমার পদ্মা,
     আমার মেঘনা,
        আমার সন্তানেরা আজও রক্ত দ্যাখে।
কেন?  বলতে পারো?
বলতে পারো কেন আমার সুখ নেই?
কেন শান্তির বসবাস নেই আমার চতুর্দিকে?

আমি আজ তবুও ক্লান্ত নই...
আমি আজ তবুও পথভ্রষ্টা নই......
না...না...না..
আমি পরাজিত হব না-
আমি যাব না নষ্টদের অধিকারে।
আমি শুনেছি-
আমি দেখেছি-
সংশয়ী সভ্যতার চিৎকার;
অন্য এক স্বপ্ন আমার কৌতুহলী চোখে।

(৭ই ফেব্রুয়ারি,২০১৭)