আগাছারা ঘটায় বির্যপাত তোমার আমার ভাবনায়।
মিশিয়ে দেয়,মিলিয়ে দেয় নষ্টদের চাহনীতে।
মাঝে মাঝে মিশে যাই নেশাখোর প্রেমের নষ্ট যাপনে।
মিলনের সন্ধিক্ষণের জন্মলগ্ন বিচার করি না।
নজরে প্রবেশ করাইনি মেকি প্রেমিকের যৌন চাহিদার সুগভীর প্রেম।
একা হেঁটে গেছি বহুদিন।দেখা পাইনি তোমার।
ভাবনার লেশে যদিও বা নিজেকে লিখেছি অনেক বার।
তবুও সেই নিঃসঙ্গতার লেখা আজও মনে নেই।
সব ভুলেছি।ভুলেছো তুমিও।
জ্বালামুখের হাঁ তে ঢুকে গেছি-
তাকাইনি সমাজের একটি বালের দিকেও।
হয়েছি একাত্মা।করেছি প্রেম।পৌঁছেছি ভালোবাসার শিখরে।
"আমি তোমাকে ভালোবাসি"
-না বললেও ক্ষতি নেই এই মুহূর্তে।
(০৫/০২/২০১৭)