মকরের শীতার্ত সকালে গ্রামের নাতিদূরের মেলায় বিপুল জন সমাগম।
সুঁচ ফোটা দুরত্ব।
ব্যাথা অনুভব করছি সদ্য গড়া খন্ডিত কচি পলাশের উবুতে।
তিনমাসের সন্তান জন্ম দেওয়া এক বধূ স্নেহভরে স্তন পান করাতে মগ্ন।
বামে ঢাক বাজছে বেসুরে।একশো আট প্রদীপ অজস্র ঘোরানো হচ্ছে।
ধুনোর ঘন সুবাসে চত্বর ম'ম।
ভক্তি,শ্রদ্ধা ভুলে চত্বরের চার পাশের সমাজ পলকে পলকে দৃষ্টি গোচর করছে
ডান দিকে দাঁড়িয়ে থাকা স্তন্য পান করাতে মগ্ন সেই তিন মাসের মায়ের উন্নত স্তন যুগল।
(০৩/০১/২০১৭)