তুমি আসতে পারো আকাশ যখন ভরা ভাদরের খরতাপে
বৃষ্টির জন্য অঝোর ধারায় কেঁদে ভাসায়-
কিংবা যখন কোকিল ডাকে কুহু কুহু বসন্তের বেলায়
তখন আসতে পারো।
ঘোর বরষায় যখন পাড়াগাঁর মেঠো পথে পা চিটচিটে এঁটেল
যায় চিটিয়ে তখন আসতে পারো।
যদিও জানি আসবে তুমি আমার না বলা পথে
চলবে তুমি মুক্তোঝরা রাঙা হাসির সাথে।
আমি জানি তুমি আসতে পারো কুয়াশা লিপ্ত কাক ডাকা ভোরে
কিংবা কোনো অলস দুপুরে।
কোনো এক বিষন্ন গোধূলি বেলায়
গভীর নিস্তব্ধতা এবং নিঃসঙ্গতায় পরিপূর্ণ মধ্য রাত্রে।
আমি আবার বাঁধবো জীবন ভালোবাসার সুতোয়
আমি আবার যন্ত্রণা আর কষ্ট গুলো তোমায় দিয়ে দেব,
তুমি না হয় ধুয়ে দিও তোমার ভালোবাসার নীল জলে।
(০৯/১২/১৬)