পল্লীর ওই পচনশীল গলে যাওয়া খড়ে
কী যেন একটা মোহ লেগে
তিনটে চড়ুই, দাঁড়কাক আর শালিক মিলে আড্ডা জমায়
নিদারুনের সাজে।
অনেকে আবার ঝোপের ভিতর
অনেকে আবার গাছের ডালে
ওরা আবার নিত্যে কালির কালে
জন সমুদ্রে মৎস্য শিকারের জন্য হন্যে হয়ে জাল বুনে।
এই পাশটাকে অন্য পাশে ফেলে
কিংবা ঢেলে দিয়ে মারন ঘোচায় প্রতিরোধক সঙ্গে নিয়ে।
তিনশত পয়ষট্টি ভুলে
ওড়ায় দুই কি তিনে
আরে বাবা, মানুষ তো ওদের চেনে,
অনেক টাকা হয়তো কিংবা টাকা জেনে।
তবুও ওরা চপল, শান্ত মনে রয় কীভাবে?
হয়তো অজানা এই পল্লীসুখ সকল স্বভাবে।
(23/11/16)