মেঘলা আকাশ, বর্ষার মেঘ,পৌষের হাঁড় কাঁপানো ঠান্ডা
এসব আর ভালো লাগে না।
গরম চা, মায়ের আদর এসবে চাদর প্রায় ভিজে রয়েছে,
তাই সেসব গুলো বর্জন করতে চাই।
কিংবা কতকগুলো উল্টে পাল্টে ফেলতে চাই,
মেঘলা আকাশ কে ঘনকালো হতে অনুরোধ করতে চাই!
বর্ষার মেঘটাকে এখন কিছু বলতে
চাই না ;
পৌষকে বলতে চাই যেন তার পূর্ণবহিঃপ্রকাশ ঘটে,
আর ওই চায়ের ঠেকটা ভেঙে একটা বোমা বারুদের ঠেক বানাতে চাই।
ভূমের্গরীয়সি মাতাকে বলতে চাই তোর আদরের ভাষা গুলো যেন প্রতিবাদের ভাষা হয়ে দাঁড়ায়।
এবার বর্ষার মেঘকে বলতে চাই
রক্ত বর্ন বড় বড় ফোঁটা
নির্গত করুক এই
অসাম্প্রদায়িকতার মাটির উপর
এই অনুরোধ করতে চাই...…
এখন শুধু প্রতিবাদ করতে চাই
শুধু প্রতিবাদ।
-(২১/১১/১৬/২:৫৪এ.এম)