"নারী সাজছে নিত্য কৃষ্টিতে
                            সমাজ তাকাবে মা?
                                                মেয়ে?
                          নাকি ভোগের দৃষ্টিতে?
জননী আজও জ্বলছে তাই সমাজের সৃষ্টিতে"।(৩)
৪|" জবাব তোমায় দিতেই হবে সমাজ কেন জ্বলছে
      সমাজের পৃষ্ঠপোষকতায় কেন
      জননী আজও জ্বলছে"|
৫| "লাঞ্ছিত আজ শিক্ষাগুরু
    লাঞ্ছিত আজ প্রতিবাদ শুরু
     প্রতিবাদ হবেই হবে কারন জননী আজও জ্বলছে" |
৬|"তোমার বুকে বাসা বেঁধে একাত্তরের দালাল চলছে
      তোমার জন্য শুধু তোমার জন্য
       জননী আজও জ্বলছে "।
৭|"রক্তে ভেজা এই মাটি জীবন দিয়ে রাখবো খাঁটি
    গড়ছে ওরা সিংহদ্বার তাই
      জননী আজও জ্বলছে" ।
৮|"চারিদিকে শুধু প্রতিবাদ আর ব্যভিচার যে চলছে
           কালের নিষ্ঠুরতায় তাই জননী আজও জ্বলছে"|
৯|"বাড়ছে ভেদ ছাড়ছে ত্রাস
     সাম্প্রদায়িকতা হচ্ছে গ্রাস
     চোখের সামনে সবাই বলছে জননী আজও জ্বলছে "|
১০|"উত্তাপ যখন শেষ হয়
     জল তখন বাস্প হয়
      মালাউনরা তখন কয় জননী আজও জ্বলছে রয়"|
১১|"বিজ্ঞানের এই আলোতে যখন সমকালীন বিশ্ব
         জননী আজও জ্বলছে কেন জুড়ে সারা বিশ্ব" |
১২|"মানবিকতা মরছে কেন
     জীবন পুড়ে চলছে কেন
      মানুষ তুই বল জননী আজও জ্বলছে কেন"|
১৩|"জগৎ জুড়ে বহ্নিশিখায় জ্বলছে, মরছে, ধুঁকছে
      সমাজের এই গ্যাঁড়াকলে
      জননী আজও জ্বলছে "|
১৪|" ঘৃণার ওই তপ্ত গালা কে ঢেলেছে ভাই
     জননী আজও জ্বলছে
    কেন পুড়ে হচ্ছে ছাই"|
১৫|"৪৭-এর অনেক আগে অত্যাচার যে চলেছে
একটুও বদলায়নি
জননী আজও জ্বলছে"|
(১৬/১১/১৬)