আজি এ শ্রাবন দিনে আকুল হইয়া উঠি
পুরোনো চিঠি খুঁজে নিয়ে দিগন্তে যাই ছুটি।
হঠাৎ উঠি চমকিয়া ওগো ঠুমকিয়া পদচারনে
আনন্দে আকুল হইয়া তাকাই পিছু ফিরে।
আবার ভাবি ছুটে যাই ছুটছি-ছুটবই
আমার মনের সকল কথা বলবো ওগো বলবই।
হঠাৎ আবার থমকে গিয়ে তাকাই পিছু ফিরে
নিজের ছায়া তাকায় ফিরে বিষন্ন বদনে।
মনে হয় তুমি মরীচিকা নও এ মোর অমোঘ বিশ্বাস
শুধু ছুটে যাই ঠিকানা খুঁটিয়ে ফেলিনাকো দীর্ঘশ্বাস।
হঠাৎ যেন ঝড় উঠিল আশাতরীর পাল ভাঙিল
অবিশ্বাস্য চোখে তাকাইতে লজ্জা যে পাইল।
চোখেরে আমি করিনু বিশ্বাস ঘর্ষিত করিয়া
নরম ছোঁয়ায় আকুল চিত্তে চুম্বন করি জড়াইয়া।
হাতে হাত বন্ধন নাম সার্থক করিলাম
সাথে রহিব সারাটি জীবন প্রতিশ্রুতিও দিলাম।
(৯নভেম্বর,সন্ধ্যা৬:৪৩)