ঘাসের ওই ডগায় ডগায় শিশির জইমা আসে,
বুঝা যাইতাসে শীত এইবার বারতা নিয়ে আইসে।
কয়দিনা পর শীত পইড়া কাঁপুম থরথইরা,
উপায় নাই শীত তাড়ামু লেপ-কম্বল জড়াইয়া।
সকাল হইলেই রবী আইসবেক অলস, শীতল দ্যাহে,
মিস্টি রোদে কইরব সিনান উষ্ণ হইবার মোহে।
পাখিসব কইরছে রব কিচিরমিচির কইরছে,
গাছি আইনছে খেঁন্জুর রস হাঁড়ি ভরতি কইরে
পিঠা খাবার ধুম লাইগেসে সারা গেরাম জুইড়ে,
রাইতের বেলায় হেঁইশাল ঘরে পিঠা খাচ্ছি মুড় কুইড়ে।
খালের, বিলের, জোড়ের টাটকা মাচের সোয়াদ,
গেরামের ছিলা গুলা লাগাইচ্ছে বেট জলে ঝাঁপ দিবার।
(নভেম্বর ৮:২০১৬:রাত্রি১২:০৫)