পদ্মের বিছিয়ে পাঁপড়ি শত শত
কত পুরুষ মূর্ছনা যায়
কালো কৃষ্ণকায় অলির মতো।
আদ্রের মতো নও তুমি
কত পুরুষ জলে ডুব দিয়ে
তাকায় মুগ্ধ চোখে।
অনেকে তাকায় ঠিক চাতকের মতো চুপ করে।
গাত্র শুভ্র বর্ন এবং রুপের
গরিমা সহস্র তুলনা
কত পুরুষ পরিচয় পরে
শুধু বলে আমায় যেন ভুলোনা।
আবার যারা মন্ত্রমুখে উচ্চারিত ঘনঘন
অতীতের কালো ছায়া ঢাকাতে
এড়িয়ে যায় বর্তমানের কালীমা শত শত।
আমি সব দেখে,
অবাক চিত্তে ভাবি মনে মনে
কখন যেন নেশার মতো
প্রেম হয়ে যায় মনে,
পড়ে যায় মনে,
পদ্মের মতো বিছায়ে আছো
পাঁপড়ি শত শত
আমার চাতক প্রাণে।
(23/11/16/8:50AM)