জীবন এখন কবিতায় ব্যাস্ত,
কবির জীবন মাঝারে
খুঁজে বেড়াই নিজের অস্তিত্ব।
যদি হতে পারি লেখক কিংবা কবি
কিন্তু বাংলা ভাষা শিখা হয়নি সবি।
"হ্যালো" বলে সম্বোধন করি মোরা
" নমস্কার" আর বলিনি,
ভূল হলে "সরি" বলি মোরা
"দুঃখিত" আর বলিনি।
শিক্ষিত কত প্রমাণ সমান দিয়ে যায় শতশত
সঠিকভাবে দিচ্ছে নাতো ভাষার গুরুত্ব।
নিজেরা নিজেই ধরছিনা আর
আপন সংস্কৃতির সাবলীত্ব,
দিন দিন তাই বাংলা ভাষা
হচ্ছে বিকৃত।
(02:11:16/07:44)