(১)
বৃষ্টি নেমেছে ঝড় উঠেছে দিগন্তের ওই পানে
রাখালী বাঁশি তবু বাজছে খেয়ালী স্রোতের গানে।
ভয় পায় না সেই ছেলেটি বলে কৃষকের ছেলে আমি
বৃষ্টি হোক, পড়ুক বজ্র, উঠুক ঝড় আমি চষবো জমি।
(২)
দুয়ারে ঘুরি ফিরি যত যত কাজের সন্ধানে
মজুরের ছেলে ভয় পায় না গোটা প্রান ধনে,
বলছে আসুক মন্দা যতই হোকনা কর্মক্ষয়
জয়ী হতে হলে জীবন যুদ্ধে লড়াই যে করতে হয়।
(৩)
আকাশ ছোঁয়া চালের দাম কালের নিষ্ঠুরতায়,
ভয় পায় না গ্রামের ছেলে নায়ক খলের কুজ্ঝটিকায়,
বলছে আরো, আরো চলুক শাসন চালের দাম আরও বাড়া চাই।
কৃষক ছেলে চেঁচিয়ে বলে যুদ্ধ করে শান্তি চাই।
(৪)
বার্তা দিচ্ছে সমকামীদের সমঅন্তরে বোঝার,
পালা এসেছে হাতে তুলে নেবার বোমা বারুদের জোয়ার।
খুলব মুখোশ, ছুঁড়বো আ্যসিড পোড়াবো নৃশংস ভাবে
আর পাঁচটা হিংস্র যেন অন্যায়ের আগে একটু ভাবে।
(23/10/16|8:17AM)