আমি আসবো বলে,
শ্রাবণের মেঘে
উড়িয়ে দিয়েছিলে আঁচল।
আমি আসবো বলে,
বৃষ্টির দিনে গম্ভীর স্বরে
দাঁড়িয়ে ছিলে অটল।
আমি আসবো বলে,
শরতের মেঘ
মৃদু মন্দ বইছিল ।
আমি আসবো বলে,
ভাসিয়ে আবেগ
গুনগুন করে সইছিলো।
আমি আসবো বলে,
হেমন্তের দিনে
মর্মর ছিল পাতা।
আমি আসবো বলে,
বিলায়ে ছিল
সন্তর্পণে খুশির বারতা।
আমি আসবো বলে,
বসন্তে রূপে
ঢাকায়ে ছিলে নিয়ে খুশি।
আমি আসবো বলে,
দখিন হাওয়া বইয়েছিল
সৌরভ রাশি রাশি।