জীবন মানেই গড়িয়ে চলা
        নানান ভাবের কথা বলা
সবার সাথে মানিয়ে চলা
           জীবন মানেই দিগন্তে ধাওয়া।
চলার ফাঁকে একটু দাঁড়া।
          অলসতাকে ছাড়িয়ে দেওয়া
         ভালো মন্দ মানুষ পাওয়া।
              জীবন মানেই দুঃখ কষ্ট।
জীবন মানেই চলতে থাকা থেমে থাকা নয়।
            জীবন মানেই অনেক কর্তব্য অনেক নিয়ম গাঁথা
জীবন মানেই লড়াই আর জয়ের উল্লাসে মাতা।
               জীবন মানেই স্নিগ্ধ শীতল বায়ু বহে নিরন্তর,
জীবন মানেই মুসাফির হওয়া কন্দর থেকে বন্দর ।
            জীবন মানেই ভালোবাসা আর সন্তানের কর্তব্য,
জীবন মানে মেনে চলা মা,বাবার বক্তব্য ।
             জীবন মানেই মানব ধর্ম অন্য ধর্ম পরে,
ক্ষমার অযোগ্য তারাই যারা ধর্মের জন্য মানবতাকে তুচ্ছ করে।
              জীবন মানেই অগাধ প্রেম স্মৃতি মধূর দৃশ্য,
জীবন মানেই প্রেম বিরহ স্মৃতিচারণে দুঃখ ।
           জীবন মানেই দেশপ্রেম আর দেশদ্রোহীর মৃত্যু।
জীবন মানেই করে দেওয়া দেশদ্রোহীর শেষ কৃত্য।
            তাইতো তোমায় এগোতে হবে দুঃসাহসের কাজে
দেশের জন্য মরতে হবে দশের মতো সেজে।
          তাইতো বলি বন্ধু আমার ভুলোনা আমায় যেন
আবছা স্মৃতির আন্ধারে তে একবার চিনে নিও।
(20:10:16/09:24AM)