আজও আমি তোমার অপেক্ষায়
আজও তোমার কথা ভেবে সহসা উদ্বেগ হই।
আমি জানি তুমি আসবে কোনদিন,
কোনও এক শীতের রাতে শিশির ভেজা কুয়াশায়
শিশির হয়ে ভিজিয়ে দিতে আসবে কোনও না কোনদিন,
না হয় আসবে বৈশাখের প্রখর রৌদ্রে একপশলা স্বস্তির বৃষ্টি নিয়ে।
হয়তো তুমি আসতে পারো ফাগুনের মোহনায়
আমায় সাজাতে পারো রঙিন এই দুনিয়ায়।
হয়তো দুলতে পারো কাশফুলের সৌন্দর্য্যে
দিতে পারো আগমনীর বার্তা,
ঝোলাতে পারো শিউলি ফুলের মালা।
হয়তো আসতে পারো নবান্নের ধান হয়ে,
হয়তো দিতে পারো আনন্দ চাতক-চাষীর মনে
হয়তো ভালোবাসতে পারো
অপেক্ষায়, উদ্বেগিত এই মনে ||