আজকাল আর দেখিনা
আজকাল আর ছুটিনা
এখন আর শিশির ফোঁটাও ভালো লাগে না
কারন, সেখানে ভাসে রক্ত
তেপান্তরের বাবুদের মাঠেও বেড়াই না আর
কারন, সেখানে হেসে বেড়ায় মৃত্যু চারিদিক ।
অবিচার, অত্যাচার এই উলঙ্গ চোখে দেখি
চারদিকে শুধু মৃত্যুর নগ্ন নৃত্য ।
হতবাক হই আমি, তবে বাকরুদ্ধ হইনা
এমন ধংসাত্মক সকাল আমি দেখতে চাই না
এমন দিনেও চাই না
যেখানে মৃত্যুরা খেলে রক্তের হোলি
ক্ষয়ে যায় মানুষ,
দিয়ে যায় প্রান বলি ।।