রোদের কামড় মাথায় নিয়ে
হাড় ভাঙা খাটুনির ঘাম ঝরিয়ে
কখনো বা রক্ত ঝরিয়ে
প্রজন্মের পর প্রজন্ম আমরা আজও
রুটির উপর রাষ্ট্র আঁকি ।

রাষ্ট্র তবু দেয় না রুটি
দিনের শেষে শুকনো ইঁটের মতো
খিদে নিয়ে ভুখা থাকি ।

✍️১৬.০৫.২০২০