রাতের কপালে নীরবতার তিলক গাঢ় হলে-
স্মৃতির রেলপাত ধরে ব্যর্থতার ট্রেনগুলো
দীর্ঘশ্বাসের জংশনে এসে দাঁড়ায়।

প্ল্যাটফর্মে শুয়ে থাকা ভিখারিদের মতন
ভীষণ আসহায় লাগে নিজেকে।
তলিয়ে যাই অনুশোচনার চোরাবলিতে।
উল্টে যাওয়া কচ্ছপের মতো অবলম্বন খুঁজি  
সোজা হবার!!

তবুও জমাট বাঁধা যন্ত্রণার মাঝে
কষ্টের প্রতিটি কামরায়
ইচ্ছেরা লজেন্স বিক্রেতার মতো ঘুরে বেড়ায়।

হয়তো একদিন পৌঁছাব ভোরের গন্তব্যে।


                ********