আপনাদের পুরস্কার আপনাদের থাক
আমার ওসব কিছুই লাগবে না কাকা ।
পারলে একটু লেখাকে গুরুত্ব দিন শুধুই
সত্যি বলছি―গোপনে চাইবেন না টাকা ।
ঘটা করে করছেন সাহিত্য সভা। বেশ তো
করুন না মাসে মাসে । আমিও তা চাই ।
ছোটো খাটো মানুষ। লিখি একটু আধটু ।
সনদপত্র কিনতে হবে ? ওতে সমর্থন নাই ।
বাইরে আপনাদের চাকচিক্য পারিপাট্য
ভেতরটা তবু গহীন অন্ধকারে ঢাকা ।
পারলে সাহিত্যের স্বচ্ছ কারিগর হোন,
সত্য-সুন্দরের পথে গড়ান সাহিত্যের চাকা ।
লোক দেখিয়ে লাভ কী বলুন তো ?
যদি সমৃদ্ধ না হলো জীবন সাহিত্যের শাখা ।
তোমার হাত ধরেই আগামী শিশু শিখবে―
সরলরেখা তাকেই বলে যে লাইনগুলো বাঁকা ।
ভালো কাজের সঙ্গী হতে চায় সকলেই
শুধু আপন স্বার্থের মুনাফা না যেন থাকে রাখা ।
ভালো বাসুন সাহিত্যকে ভালো বাসুন জীবনকে,
আবারও বলছি―গোপনে চাইবেন না টাকা ।