তুমি একটু আলো চাইলে, জুটবে রাত ।
প্রতিটি সুবিধাবাদীর সামনে হাঁটে অজুহাত ।

                     #
ভালোবাসা সেখানেই সমর্পিত,
যেখানে আজও খুশিরা হয় অঙ্কুরিত ।

                   #
অনুরাগের গায়ে অভিমানের আঁশ।
সম্পর্করা সুখ চিনুক ছুঁয়ে থাকুক বিশ্বাস।।

                    #
বাইরে যাকে দেখো সুখী।
ভেতরে সে শত যন্ত্রণার মুখোমুখি ।

                   #
ক্রীতদাসের মতো যখনই ভাবি তোকে,
ঘুমন্ত জলপ্রপাত জাগ্রত হয় আজ দুটি চোখে ।

                    #
কারো রিপ্লাই না দেওয়াটাও এক প্রকার― জখম ।
বুঝিয়ে দেয় তার কাছে তোমার গুরুত্ব খুবই কম ।।

                     #
সব স্বপ্ন পারে না পৌঁছাতে সফলতার দ্বারে ।  
প্রতিটি ব্যর্থতা বেঁচে থাকে দীর্ঘশ্বাসের কারাগারে ।

                     #
দিনের শেষে আদপে তারাই অনেকটা একা।
অন্যের উপেক্ষার প্রেমে পড়েছে যাদের অপেক্ষা ।