বুকের উপর আজ রাখতে পারো মাথা
জড়িয়ে ধরতে পারো তুমি ইচ্ছে মতো,
একটুখানি ভালোবাসার কাছেই তো
সেরে উঠে মনের অনেকটা দগদগে ক্ষত।
আশার মুখে প্রেমের ভাষা দাও তুমি
নিবিড় আদরের পরাগ মাখুক মন,
সুখের স্রোত বয়ে যাক শিরায় শিরায়
ধীরে ধীরে বাড়ুক প্রাণের স্পন্দন।
ঠোঁটের উপর যদিও রাখতে পারো ঠোঁট
তবু শক্ত করে হাত ধরা থাকুক হাতে,
সেই সব স্বপ্নরা আবার সোজা হয়ে দাঁড়াক
যারা ভেঙে পড়েছিল পরিস্থিতির আঘাতে।
দ্বিধার প্রাচীর আজ ভেঙে ফেলও তুমি
উষ্ণতার লিপি খোদাই করো শরীর জুড়ে,
রোমান্টিকতার ডানা মেলে না হয় একসাথে
হারিয়ে যাবো কোনও এক অচিনপুরে।