খেজুর কুলের বীজের সাথে লিচু বীজের
যেদিন ঘটেছিল প্রথম উষ্ণতার বিস্ফোরণ।
সেদিন নারিকেল দড়ির মতো
পাকিয়ে থাকা শরীরে তুমি কেঁদেছিলে । সুখে।
তবে হৃদয়ের এ পুকুর থেকে ও পুকুরে
শোল মাছের মতো লাফাতে থাকা
কামনারা বুঝেছিল―
আগে মনের সাম্রাজ্য জয় করতে না পারলে,
কখনোই বসা যায় না শরীরসিংহাসনে।