নীরবতার পিঠে হেলান দিয়ে জিরোচ্ছে রাত্রি ।
ল্যাম্পপোস্টের আলোর নিচে
জটলা করছে চার-পাঁচটে টিকটিকি ।
কখনো হাসছে
কখনো লেজ নাড়ছে
কখনো বা জিভের উপর ফলাচ্ছে
লালসার ফসল।
আবারও উদরস্থ করবে
কিছু পোকা-মাকড়ের শরীর ।
যাদের শরীরে এখনো লেগে আছে মানবতার ঘ্রাণ ।