তুমি কাছে নেই !
তোমার খোঁপার মতো
আকাশে আজ তাই-
গ্রহণ লাগা পূর্ণিমার চাঁদ।
অন্ধকারের পিঠ ফুঁড়ে ফুঁড়ে জোনাকিরা
আঁকছে বিষণ্ণতার নকশা ।
পাখির পরিত্যক্ত বাসার মতন
শূন্য বুকে হতাশারা
নামছে ডুবুরির মতো দলে দলে।
অথচ দ্যাখো আমি
মায়েদের মতো কান্না গোপন করে
অপেক্ষার ঢিবির পাশে স্থবির হয়ে বসে থাকি!
আর মনে মনে বলি
বাউলের সন্ধি তো একতারার সাথে। জন্ম-জন্মান্তর।